মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, আজ সকালে মহাসড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। পথে জাগির এলাকায় পৌঁছালে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম