লক্ষ্মীপুরে পণ্যবাহী ট্রাকের চাপে বিআইডব্লিউটিএ'র পন্টুনের র্যাম ভেঙ্গে মজু চৌধুরীর হাট ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার বিকেল ৩ টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লবন ও হলুদ বহনকারী একটি ট্রাক( ঢাকা মেট্রো ট ১৮-৪২০৫) ফেরিতে উঠার সময় র্যাম ভেঙ্গে আটকা পড়ে।
এতে করে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে চলাচলকৃত বেশকয়েকটি পণ্যবাহী ট্রাকসহ অর্ধশতাধিক যানবাহন ওই ঘাট এলাকায় আটকা পড়ে। আর দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সাথে ৫টি গাড়ি নিয়ে কনক চাপা ফেরিও আটকা পড়ে আছে ওই ঘাটে।
আটকা পড়া ফেরি কনকচাপার ভারপ্রাপ্ত মাষ্টার আব্দুল সালাম জানান, এই পন্টুনে অন্য একটি র্যাম না স্থাপন করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। এমতাবস্থায় নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা থাকা খাওয়াসহ দুর্ভোগে রয়েছেন বলে জানান।
বিআইডব্লিউটিএ'র লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাটের পন্টুনের দায়িত্বে থাকা লস্কর আবুল হাসেম জানান, র্যাম আনার জন্য বলা হয়েছে, দ্রুত স্থাপনের চেষ্টা চলছে।