পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে সুতাবাড়ীয়ায় বালুবাহী কার্গোর ধাক্কায় ব্রিজের একাংশ ভেঙে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনার পর কার্গো থেকে জসিম খা ও মাসুম নামের দুই ব্যাক্তিকে আটক করেছে দশমিনা থানা পুলিশ।
জানা যায়, গলাচিপা থেকে দশমিনা যাওয়ার পথে বালুবাহী কার্গো এলিনের ধাক্কায় সুতাবাড়িয়া নদীর ওপর জাফরাবাদ জমিন মৃধার বাড়ি সংলগ্ন ব্রিজ ভেঙে ৩ শিশু নদীতে পড়ে যায়। তুষার (১১) ও জাহিদুল (৮) কে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও নুসরাত (৫) নামের শিশু নিখোঁজ রয়েছে। নুসরাত সুতাবাড়ীয়া এলাকার মো: রেফাতুল আলমের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম।