কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নৌ বাহিনীর টহলদলের অভিযানে আটক হওয়া ১৪ জলদস্যুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.মনিরুজ্জামানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আটক জলদস্যুরা আদালতে উপস্থিত ছিল।
৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার পূর্বদক্ষিণে সমুদ্রে একটি মাছধরা ট্রলার থেকে খালিদ হোসেন (১৯), হানিফ (২৫), আমজাদ (১৯), মিজানুর রহমান (২৮), এনায়েত আলী (২২), নেছারুল করিম (২২), কাওসার (২২), জসিম (২৮), আবু আহম্মেদ (৩৮), মানিক (৪১), ইউনুস (২০), মোর্শেদ (২৮), আনছার হোসেন (২২) ও ইয়াছিন (৩০) নামক জলদস্যুদের নৌ-বাহিনীর সদস্যরা আটক করেন। পরদিন ৬ ডিসেম্বর দুপুরে মহিপুর থানা পুলিশের কাছে তাদের হস্থান্তর করা হয়। পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে ১০দিনের রিমান্ডের আবেদন করে। ওইদিন আটক জলদস্যুদের জেলহাজতে পাঠায় আদালত এবং রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
আটককৃত জলদস্যু ও উদ্ধার হওয়া জেলে সকলের বাড়ি কক্সবাজার জেলায়। এ অভিযানে জলদস্যুদের জিম্মিদশা থেকে চার জেলেকে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, নৌ বাহিনী ১৪ জলদস্যু এবং এফবি নার্গিস নামের একটি মাছধরা ট্রলারসহ চার জেলেকে তাদের কাছে ৬ ডিসেম্বর দুপুরে হস্থান্তর করে। এখন আদালতের নির্দেশনা অনুসারে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ