ফেনীর ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ মুন্না স্বপন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ফেনী ও সোনাগাজী থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। স্বপন ধলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুনশি জানান, দীর্ঘদিন থেকে মুন্না স্বপন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। সে আওয়ামী লীগের নাম ব্যবহার করে তার আরো দুই সহযোগী বাবু ও আফসারকে নিয়ে মানুষের কাছে চাঁদা দাবি করতো। মঙ্গলবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে। এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগী গুলি ও বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পুলিশ স্বপনের কাছ থেকে চাইনিজ কুড়াল, ছোরা, চাপাতি উদ্ধার করে।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমীন বলেন, তার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ