রাজশাহীর গোদাগাড়ী থেকে দেড় কেজি হেরোইনসহ রোখসানা বেগম (২৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার সদর পৌরসভার রামনগর থেকে তাকে আটক করা হয়। আটক রোখসানা বেগম ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি জানান, ওই বাড়িতে হেরোইনের ব্যবসা চলছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে রোখসানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। পরে এ ঘটনায় তাকে আটক করা হয়।
ওসি জানান, বর্তমানে রোখসানাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার স্বামীকেও আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
ওই মামলায় রোখসানাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।