মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে হাবিবুর রহমান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
মৃত হাবিবুর রহমান গাংনী থানাপাড়া এলাকার শাহার আলী ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার ধর্মচাকী গ্রামের ভজাপাড়া এলাকায় রাস্তার উপর হাবিবুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম