বরগুনার তালতলী উপজেলায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ১৫টি অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জনসম্মুখে জালগুলো পোড়ানো হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে জেলার তালতলী উপজেলার সোনাকাটা বঙ্গোপসাগরের মোহনায় পেটখাল এলাকা থেকে ১৫টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করে সোনাকাটা কোস্টগার্ড।
সোনাকাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেটখাল এলাকায় অভিযান চালিয়ে ১৫টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাল মালিকরা পালিয়ে গেলে জালগুলো জব্দ করা হয়।
উদ্ধারকৃত অবৈধ জালগুলো সকালে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।