কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে শ্বশুর ছৈয়দ আলম (৬০) ও তার মেয়ের জামাই মো. আলমগীর (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শীলবুনিয়া ইউনিয়নের সাপেরঘাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া।
নিহত ছৈয়দ আলম ঝারুল বনিয়া গ্রামের বাসিন্দা ও তার জামাই আলমগীর সাপেরঘাড়া গ্রামের চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জমিতে রোপন করা ধান পাহারা দিতে প্রতিদিন রাতে ছৈয়দ আলম ও তার মেয়ের জামাই ঘটনাস্থলের পাশেই থাকতেন। বুধবার রাতে ধান পাহারা দেওয়ার সময় তারা দুজনই ক্ষেতের পাশে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে একদল বন্যহাতি খাবারের সন্ধানে এসে তাদেরকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব