দিনাজপুরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ১০৫ লিটার চোলাই মদ, ১ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও ১৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ জানান, আটকদের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম