মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় মাদক ব্যবসার দায়ে বিমল রাজবংশী (২৭) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদত খন্দকার এ দণ্ড দেন।
বিমল রাজবংশী মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার রামপ্রসাদ রাজবংশীর ছেলে।
মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ টেম্পোস্ট্যান্ড এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ বিমলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিমলকে তিন মাসের কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম