চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মাষ্টারপাড়া এলাকায় ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেসে ভুল অপারেশনে মর্জিনা (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। অভিযোগে জানা গেছে, গত সোমবার মর্জিনা নামে এক প্রসূতির সিজার অপারেশনের আগে পরীক্ষা নীরিক্ষার পর ঝুঁকিপূর্ণ জেনেও অর্থের লোভে সিজার অপারেশন করে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস কর্তৃপক্ষ। তারপর ওই ক্লিনিকে মর্জিনার মৃত্যু হলেও তার স্বজনদের ভুল বুঝিয়ে উন্নত চিকিৎসার অজুহাতে রাতে মরদেহ পাঠায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ওই রোগীকে দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, অনেক আগেই রোগী মারা গেছেন।
এ বিষয়ে জানতে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি কাজে ব্যস্ত আছেন বলে জানান। পরে তিনি এই প্রতিবেদককে ফোন করেন এবং জানান, ওইদিন বিকেল সাড়ে ৩টার সময় ওই রোগীর সিজার অপারেশন করা হয় এবং রাত ১০টার দিকে তার অবস্থা খারাপ হলে তাকে রাজশাহী পাঠানো হয়। কিন্তু অপারেশনের জন্য ওই রোগী মারা যাননি এবং এতে তাদের কোন গাফেলতি নেই বলে দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার