কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ আজিজ বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আজিজ বরিশাল জেলার উজিরপুর উপজেলার আবিবাইশকাঠি গ্রামের আকতার বেপারীর ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কুমিল্লা থেকে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনে তল্লাশি চালানো হয়। এসময় রশির বান্ডেলের ভেতর থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে আজিজকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম