সাভারের ধামরাইয়ে মহিষাশী গ্রামে আজ সকালে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটক ধর্ষক হাছেন আলী পেশায় একজন বাস চালক।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মহিষাশী গ্রামের বাস চালক হাছেন আলী প্রতিবেশী এক প্রতিবন্ধী তরুণীকে বুধবার রাতে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় প্রত্যক্ষর্শীরা বাস চালক হাছেন আলীকে আটক করে ধামরাই থানায় খবর দেয়।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই প্রতিবন্ধীর পরিবার বাদী হয়ে ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার