বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবজাল বালী (৪৫) নামে স্থানীয় এক নেতাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতের এই ঘটনায় পুলিশ স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমানসহ দুই জনকে গ্রেফতার করেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, বুধবার রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার গজালিয়া ইউনিয়নের লড়ারকুল গ্রামে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবজাল বালীর উপর হামলা চালায় স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী। হামলায় আওয়ামী লীগ সভাপতিসহ তিন জন আহত হয়।আহতদের ওই রাতেই কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়। হামলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত গজালিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান ও মাদারতলা গ্রামের মৃত বজলুর হাওলাদারের ছেলে নওশের হাওলাদারকে আটক করে। এ ঘটনায় আহত আওয়ামী লীগ সভাপতি আবজাল বালী বাদী হয়ে ১৫জনকে আসামি করে কচুয়া থানায় মামলা করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার