নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মামুন হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১শ' ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পানিপুর গ্রাম থেকে মামুন হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মামুন হোসেন ওই ইউনিয়নের নান্দিয়াপাড়া গ্রামের মৃত শহিদ উল্যার ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাঈল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দেওটি ইউনিয়নের পানিপুর গ্রাম থেকে ১শ' ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ