কুমিল্লার চৌদ্দগ্রাম মাদরাসা-ই হোসাইনিয়া দারুল উলূম মিলনায়তনে বিশ্বসেরা হাফেজ ক্বারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবর্ধনা ও কেরাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আলহাজ্ব হাফেজ ক্বারী নাজমুল হাসান।
মাদরাসার খাদেম আলহাজ্ব সাইয়েদ মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ক্বারী সাইফুর রহমান, হাফেজ ক্বারী মাহমুদুল হাছান, হাফেজ আবদুল্লাহ আল মামুন, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, এআর বাচ্চু খাঁ, সাইফুল ইসলাম প্রমুখ। কেরাত সম্মেলনে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ