হাকিমপুরের হিলি সীমান্ত পথে চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি রংপুর অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী হিলি সিপি বিওপিতে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন, ২০বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোন্তাফিজুর রহমান প্রমুখ।
বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুরের হাকিমপুর সীমান্তের হিলি স্থলবন্দর গেট থেকে সীমান্ত ঘেষা হিলি রেল স্টেশনের দক্ষিণে এক কি.মি. পর্যন্ত সাতটি পয়েন্টে ১৮ টি সিসি ক্যামেরা ও ১০ টি ফ্লাড লাইট স্থাপন করা হয়।
এর আগে বাংলাদেশে প্রবেশ দ্বার হিলি স্থলবন্দর গেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংম্বলিত একটি বিল বোর্ড উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সীমান্তের ভারতের এই অংশে কাঁটাতারের বেড়া না থাকায় এবং চোরাচালান বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ