কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে যাত্রীবাহী যানবাহনে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ ২ বক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলো, চট্টগ্রাম লোহাগাড়া থানার মাইজবিলা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আব্দুল জলিল মিয়া (৩৩) ও হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুলাহ (১৭)।
বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী হাইয়েস মাইক্রোতে (চট্টমেট্টো-ছ-১১-১৬৮৫) তল্লাশী চালিয়ে ১হাজার ৮শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার