বিশেষ কৌশলে পানির কনটেইনারে করে পাচারকালে সাতক্ষীরার কালিগঞ্জে ৬২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়েদুল ইসলাম জানান, বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক সনাতন দাস ও সহকারি উপ-পরিদর্শক বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল কাকশিয়ালি গ্রামের রাস্তায় জনৈক আবুল হোসেনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তারা সেখানে চারটি কনটেইনার দেখতে পান। ওই কনেটেইনার খুলে তারা ৬২০ বোতল ফেনসিডিল পান। এই ফেনসিডিল পাচারের সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন- কালিগঞ্জের সোনাটিকারি গ্রামের শাহীন গাজি ও একই গ্রামের রায়হান কারিগর। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য পাচার আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ