রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ বুধবার শুরু হয়েছে। দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে মামলার বাদী কাউনিয়া থানার তৎকালীন ওসি রেজাউল করিম এবং ঘটনাস্থল সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক সাক্ষ্য দেন।
সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।
আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রেখে আদালত মুলতবি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান ওই তিনদিন পাঁচজন করে মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হবে।
২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক কুনিও হোশি।
এ হত্যা মামলায় গত বছরের ১০ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ