সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ২২ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিলন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাস শিলন্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের ২২ যাত্রী আহত হন।
সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে যায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, আহত ২২ জনের মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকী ৫জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম