ভুলেভরা পাঠ্যবই এবং প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার নেত্রকোনায় বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন জেলা সংসদ।
বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা সরকারি কলেজ চত্বর থেকে ছাত্র ইউনিয়ন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলকারীরা শিক্ষা অফিসের সামনের সড়কে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র সংসদের সভাপতি আওলাদ হোসেন রনি, সহ-সভপতি তপতি শর্মা, পার্থ প্রতিম সরকার, আজহারুল করিম, মাহবুব আলম ও মিঠুন শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম