নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় হত্যাসহ ৩ মামলার পলাতক আসামি মো. নুরুন্নবী শান্তকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-১১। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পশ্চিম চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুনবী শান্ত উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের তথারখিল গ্রামের মোবারক মিয়া বাড়ির জাফর আহাম্মেদের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাঁদপুর থেকে নুরুনবী শান্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব-১১, সিপিসি-৩ এর উপ-পরিচালক মেজর মো. রেজাউর রহমান।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম