গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় এক সন্দেহভাজনসহ জামায়াতের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
পুলিশ জানান, সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৯ জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব