নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন শ্রী সন্তোষ চন্দ্র বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাড়াগাঁও এলাকায় ঘটে এ ঘটনা।
আহত মুক্তিযোদ্ধা শ্রী সন্তোষ চন্দ্র বিশ্বাস জানান, তিনি আর্থিক অনটনের কারনে সোয়া ৪ শতাংশ জমি বিক্রি করেন। জমি বিক্রি করার পর থেকেই প্রতিপক্ষ ইব্রাহীম, ফারুকসহ তাদের লোকজন নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে।
বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন শ্রী সন্তোষ চন্দ্র বিশ্বাসকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ