বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজারে আগুনে ১৭টি দোকান ভস্মিভূত হয়ে গেছে। আজ শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে আগুনে মুদি দোকান, ওষুধের ফার্মেসি, কসমেটিকসের দোকান, ফটো স্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ-তোষকের গোডাউন, মিষ্টির দোকানসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
মঠবাড়ীয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আবদুল হক জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম