গাইবান্ধার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী মিসকিন মুকুল ও রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির রয়েছেন।
এ দু’জনকে লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম