দিনাজপুরে ১২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ৫৪ জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪২ জন আসামিকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে বিভিন্ন মাদকদ্রব্যসহ ১২ জন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৭৭ পিস ইয়াবা, ২২ বোতল ফেনসিডিল, ১২পিস নেশা জাতীয় ইনজেকশন, ৪ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা।
আজ শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেফতার ৫৪ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম