কুমিল্লার লাকসাম উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ১১ টার দিকে বাজারের মনোহরপট্টিতে আগুনের সূত্রপাত হয়।
বাজারের ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম জানান, আগুনে ২শতাধিক দোকান ইতোমধ্যে পুড়ে গেছে। নিজের সামনে দোকান পুড়ে যেতে দেখে ব্যবসায়ীরা আহাজারি করছেন।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল- মাহফুজ জানান, আগুন মনোহরপট্টির পর কাপড়িয়াপট্টি, বিছানাপট্টি এবং স্বর্ণ পট্টিতেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে লাকসাম ফায়ার সার্ভিসের ২টি ও কুমিল্লা সদর দক্ষিণ থেকে যাওয়া ১টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি।