লালমনিরহাটের হাতীবান্ধার ২৬ বোতল ফেনসিডিলসহ মোতালেব হোসেন (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোতালেব হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের কানিপাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, তিস্তা ব্যারাজ এলাকায় ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোতালেবকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/হিমেল