সিরাজগঞ্জের উল্লাপাড়া পৃথক সংঘর্ষে আহত কলেজ ছাত্রসহ দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার সকালে ঢাকায় নেবার পথে কলেজ ছাত্র এবং ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে অপরজন মারা যায়।
নিহতরা হলেন, উল্লাপাড়ার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামের কৃষক মেনহাজ উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া আর.এস. কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র আসাদুল হক আকাশ (১৮) এবং উল্লাপাড়া চক পাঙ্গাসী গ্রামের লাল চানের ছেলে মকবুল হোসেন (৪০)। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সবুজ রানা জানান, খানসোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুরে বাগ-বিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্র আকাশ মধ্যস্থতা করতে গেলে একই গ্রামের আনসার আলীর ছেলে বিদায়ী শিক্ষার্থী কোবাদ আলীর সাথে ঝগড়া হয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে খান সোনতলা গ্রামের গুলিস্থান মোড়ে আকাশকে একা পেয়ে কোবাদ ও তার বড় ভাই খালেক, বারেক ও কুরান আলীসহ বেশ ক’জন মিলে বেধড়ক মারপিট ও ইট দিয়ে মাথা থেতলে দেয়। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ পরে বুধবার সকালে ঢাকায় নেয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গায় সে মারা যায়।
অন্যদিকে, গত ২১ জানুয়ারী উপজেলা চক পাঙ্গাসী গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে চকপাঙ্গাসী গ্রামের রিন্টু, হাসু, কুরমান আনসার ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী খাদুলী গ্রামের জাহিন, মুকুল, আবু সিদ্দিক ওরফে হুকুম ও রবিউল বাহিনী একই গ্রামের জহুরুল, মকবুল সাইফুল ও কালামদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ২০জন আহত হয়। এদের মধ্যে অবস্থার অবনতি হলে মকবুল হোসেনকে ঢাকায় ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মকবুল মারা যায়।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল