ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণের দাবিতে বৃহস্পতিবার আধাবেলা হরতাল আহ্বান করেছে কলেজ সরকারীকরণ দাবি আদায় কমিটি।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলবে। বুধবার বিকেলে এমন ঘোষণা দেন কলেজ সরকারীকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেম। পরে হরতাল সমর্থনে কলেজ থেকে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।
মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন অধ্যাপক রুহুল আমিন, ইকবাল হোসেন, আব্দুল মতিনসহ শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
কলেজ সরকারীকরণ দিবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেম জানান, আমাদের নিয়মিত আন্দোলনের কর্মসূচি এটি। আজ শুধু ঘোষণা দেয়া হল।
উল্লেখ্য, গত ২৭নভেম্বর আন্দোলন চলাকালে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদসহ এক পথচারী নিহত হয়।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন