পার্বত্যাঞ্চলে এখনো সুশাসন প্রতিষ্ঠা হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
তিনি বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলে সুশাসন ও সুরক্ষা প্রতিষ্ঠা করা। কিন্তু যেখানে সুশাসন নিয়ে শঙ্কা রয়েছে, সেখানে উন্নয়নের সুফলতা আসবে না।
বুধবার দুপুরে রাঙামাটিতে সেভ দ্যা চিলড্রেন ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত এক সেনিমারে সন্তু লারমা এসব কথা বলেন।
আশিকার নিবার্হী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, সেভ দ্যা চিলড্রেনের পরিচালক বুশরা জুলফিকার, প্রকল্প পরিচালক মেহেরুন নেছা স্বপ্না বক্তব্য রাখেন। সেমিনারে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ভাষা শিক্ষার প্রদানে ২০ জন প্রশিক্ষককে সনদপত্র প্রদান করা হয়।
সন্তু লারমা আরও বলেন, পার্বত্যাঞ্চলের জুম্মজাতির দীর্ঘ বছরের দাবি ও আন্দোলনের পরও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন হয়নি। তাই এ অঞ্চলের অধিবাসীরা রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। পার্বত্যাঞ্চলের মানুষের স্থায়ী নিরাপত্তা ও উন্নয়নের জন্য চুক্তি বাস্তবায়ন ছাড়া বিকল্প কোন উপায় নেই। সন্তু লারমা দেশের উপজেলা পরিষদ আইনকে অসর্মথিত ও গণবিরোধী আইন উল্লেখ করে তা সংশোধনের উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব