ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সাথে থাকা তার এক বন্ধু আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে।
পুলিশ জানায়, উপজেলার মামারিশপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহ্ পরান ও তার বন্ধু একই গ্রামের দুদু মিয়ার ছেলে আহাদ মিয়া মোটরসাইকেল যোগে ভালুকা আসার পথে ঘটনা স্থলে পৌঁছালে পিছন থেকে আসা একটি অজ্ঞাত নামা ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ্ পরানের মৃত্যু হয় ও তার বন্ধু আহাদ আহত হয়।