বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামের শামীম প্যাদা ও আলামিন মৃধার ৩ শতাধিক ফলদ পেঁপে গাছ এবং মজিদ প্যাদা ও বারেক প্যাদার মেহগিনি, রেইন্ট্রি ও কলা গাছসহ বিভিন্ন জাতের ২ শতাধিক চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের যে কোন সময় গাছের সাথে এই শত্রুতা করে দুস্কৃতিকারীরা। তবে এ ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি।
আলামিন মৃধা ও শামীম প্যাদা জানান, গত ৪ বছর আগে তারা চরদিয়াসুর গ্রামের শাহজাহান প্যাদা, মোতালেব প্যাদা, রব প্যাদা, জালাল প্যাদার পালরদী নদীর তীরবর্তী চর পালরদী মৌজার ১ একর ১৭ শতাংশ জমি লিজ নিয়ে মাছের ঘের করেন। পরবর্তীতে তারা ঘেরের পাড়ে পেঁপে গাছ রোপন করেন। গত বুধবার রাতে কে বা কারা ওই ঘেরের পাড়ের ৩ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলে। এতে তাদের ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে একই গ্রামের মজিদ প্যাদা ও বারেক প্যাদা অভিযোগ করেন, বুধবার রাতের যে কোন সময় তাদের রোপিত মেহগিনি, রেইন্ট্রি ও কলা গাছসহ বিভিন্ন প্রজাতির ২ শতাধিক চারা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, পালরদী নদীর পাড়ে জেগে ওঠা চরের মালিকানা নিয়ে গৌরনদী উপজেলার সীমান্তবর্তী কালকিনি উপজেলার চরপালরদী গ্রামের লোকজনের সাথে চরদিয়াসুর গ্রামের কতিপয় লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলাও চলমান আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার