নিখোঁজের তিন দিন পরে মাদারীপুরের কালকিনিতে মো. মজিবর খান (৫০) নামের এক ব্যক্তির লাশ আজ সন্ধ্যায় উদ্ধার করেছে থানা পুলিশ। সে পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের নীল চান খানের ছেলে।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উত্তর রাজদী গ্রামের মজিবর খান গত সোমবার রাতে বাড়ি থেকে বাজারের কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরে আসেনি। আজ বৃহস্পতিবার তার লাশ একই এলাকার হাকিম মাষ্টারের বাড়ির সামনের ক্ষেতে পরে থাকতে দেখে এলাকাবাসী। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে মজিবর খা'র লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার