বরিশালের উজিরপুর উপজেলা সদরের বালিকা বিদ্যালয় এলাকায় পুকুরের পানিতে ডুবে এক সৌদি প্রবাসীর শিশু কন্যার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিখোঁজ হয় সে। সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির নাম ফারিয়া আক্তার। সে ওই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী ফেরদৌস আলমের মেয়ে ছিলো।
স্থানীয় বাসিন্দা এমদাদুল কাশেম সেন্টু জানান, ফারিয়াদের বাড়ির পাশে বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের সাথে ফারিয়াও প্রতিযোগীতা দেখতে যায়। সবাই যখন ক্রীড়া প্রতিযোগীতা নিয়ে ব্যস্ত, তখন আড়াই বছর বয়সের ফারিয়া পরিবারের সদস্যদের ছাড়াই একা একা বাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সে পুকুরে পড়ে নিখোঁজ হয়। এরপর বহু খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে ওই পুকুরে ভাসমান ফারিয়াকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার উপজেলা সদরে পানিতে ডুবে এক শিশুর মৃতুর কথা নিশ্চিত করেছেন।