লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াত নেতা আবু হেনা মো. এরশাদ হোসেন সাজুকে (৪৮) আজ দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। পাটগ্রাম পৌর শহরের দক্ষিণ কোটতলীর ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ হোসেন সাজু লালমনিরহাট ১ আসনের উপজেলা জামায়াতের সমন্বয়কারী ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সুবুর উদ্দিনের ছেলে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি এতো দিন পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার