সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের রেলওয়ে কলোনী মহল্লার আমির হোসেনের ছেলে।
আওয়ামী লীগ নেতা ও রেলওয়ে কলোনীর বাসিন্দা শাহাদত হোসেনসহ অনেকে জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতণের অভিযোগ রয়েছে। সে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলেও তিনি অভিযোগ করেন। রানা গ্রেফতার হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে বলেও এই আওয়ামী লীগ নেতা জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর ফাঁড়ির সহকারি টাউন উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, রানার বিরুদ্ধে মারামারি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার