গোপালগঞ্জ পৌর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২নং আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে এ ম্যুরাল চিত্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক শেখ ফজলে ফাহিম।
প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, নির্বাচন কমিশন রাষ্টপতি সংবিধান অনুযায়ী গঠন করবেন। এ নিয়ে কারো কোন দাবি থাকবে না। এখানে দাবির কোন জায়গা নাই।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়্যারমেন চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক পৌর মেয়র হাসমত আলী সিকদার চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটু, আলীমুজ্জামান বিটু প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ পৌরসভার অর্থায়নের ২১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ম্যুরাল চিত্র নির্মাণ করা হয়েছে। এ ম্যুরাল চিত্রটির শিল্পী সুদর্শন বাছাড়।
বিডি প্রতিদিন/এ মজুমদার