দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়ায় এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করার দায়ে বর কৃষ্ণ কান্ত দাস (২১) ও কনের বাবা জয় গোপালকে (৩৬) এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলম হোসেন এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা একই উপজেলার বলেয়া গ্রামের বাসিন্দা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদ জানান, ডাঙ্গাপাড়ার আমতলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে বর ও কনের বাবাকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা স্বীকার করায় বিচারক এক মাস করে কারাদণ্ডাদেশ দেন। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।