কুমিল্লার চান্দিনায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সুমী আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা মৎস্য খামার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমী আক্তার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সুইখাগ্রাম এলাকার আলাউদ্দিন মিয়ার স্ত্রী। এ ঘটনায় তার ছেলে প্রান্ত(৬) আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিজম বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার ম্যানেজার আলাউদ্দিন তার পরিবার নিয়ে দাউদকান্দিতে বসবাস করেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি রামগতির উদ্দেশ্যে রওনা হন। তারা জেলার চান্দিনা মৎস্য খামারের সামনে এলে মোটরসাইকেলের পিছনে থাকা সুমী ও তার ছেলে পড়ে যায়। তারপর তাদের পিছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুমীর মৃত্যু হয়। শিশু প্রান্ত রাস্তার পাশে পড়ায় বেঁচে যায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এস আই আব্দুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী এনজিও কর্মকর্তা আলাউদ্দিন স্ত্রীকে হারিয়ে অজ্ঞান হয়ে গেছেন।