হবিগঞ্জের নবীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শুক্রবার সকালে উপজেলার কান্দিগাও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেকান্দর হোসেন।
নিহতরা হলেন বাস চালক চট্টগ্রামের পতেঙ্গার বেলপাড়া এলাকার জসিম উদ্দিন (৩৫) ও তার ছেলে জিহাদ (৬)। পুলিশ জানায়, বাসটির চালকের আসনে বসা ছিলেন বাবা। আর তার পাশেই বসে বাবার গাড়ি চালানো দেখছিল শিশু জিহাদ।
এসআই সেকান্দর আরও জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাস শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাও নামক স্থানে পৌঁছলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যায়। দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব