আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নিয়ে ভাবনার দরকার নেই। বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা ঘরে বসে শুধু নালিশ করে যাচ্ছে। তারা শুধু আন্দোলনের ডাক দেয়। রোজার ঈদ এলে বলে কোরবানির পর আন্দোলন, কোরবানির পর বলে পরীক্ষার পর আন্দোলন। এই বছর না ওই বছর আন্দোলন হবে। যদি তাদের কেন্দ্রীয় কমিটির ৫৮৬ জনও মাঠে নামতো তবুও বলতাম তারা মাঠে আছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উন্নয়নের প্রশংসা করে মন্ত্রী বলেন, পাসপোর্ট ফরম, ভিসা ফরম গ্রামে বসে করতে পারছেন। কৃষকের মুখে হাসি ফুটেছে। বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্নতা অর্জন করে খাদ্য রফতানি করছে। বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সূচকে ভারত-পাকিস্তান-নেপালকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে।
দলের নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ত্যাগীদের মূল্যায়ন করুন, ভদ্র ও শিক্ষিত লোকদের দিয়ে কমিটি করুন, যারা অভিমান করে দূরে সরে গেছে তাদের দলে টানুন। তাহলে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব। পাতি নেতা, সিকি নেতা দিয়ে দল ও মঞ্চ ভরে গেছে। মঞ্চের লোক কমান। অন্যস্থায় দল ক্ষতিগ্রস্থ হবে। দেশ ক্ষতিগ্রস্থ হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নান এমপি, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য ও কে এম হোসেন আলী হাসান। এ সময় আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা