সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে নোয়াখালীর সদর উপজেলার দাঁদপুর থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীরর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের আটক করে।
এসময় একটি এলজি, ৩৪ রাউন্ড গুলি ও ৫০টি হাতবোমা উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন বারাহীপুর গ্রামের শাহ আলমের ছেলে মাইন উদ্দিন লাতু (২৫), পূর্ব বারাহীপুর গ্রামের মনির হোসেনের ছেলে বাবর (২৮) ও দাঁদপুর গ্রামের হানিফের ছেলে রুবেল (২২)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূইয়া জানান, রাত দুইটার দিকে সিনিয়র সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা