বগুড়া সদর উপজেলার বেলাইল থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনি শেখ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক জনি শেখ পূর্ব পালশা গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক বিক্রেতাকে আটক করে।
এ ঘটনায় আটক জনি শেখকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম