জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় নওশের আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুল মজিদ (৫০), তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নওশের আলী ওই গ্রামের বাসিন্দা।
ভূঞাপুর-কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদুর রহমান জানান, সকালে নিকলা গোপাল এলাকায় নওশের আলীর সঙ্গে জমিতে আইল তৈরি নিয়ে প্রতিবেশী আব্দুল মজিদের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে নওশের আলীকে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাতিজা শাহ আলম আহত হন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম