বাগেরহাটে ইসলাম ধর্ম ও মক্কা শরীফ নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মংলা বন্দর কর্তৃপক্ষের দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন রমেশ রায় (৩০) ও লক্ষণ কুমার মন্ডল (৩২)। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
মংলা থানার এসআই মনজুর এলাহী জানান, বৃহস্পতিবার বিকেলে মক্কা শরীফ ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করেন অভিযুক্তরা। বিষয়টি জানাজানি হওয়ার পর বন্দর এলাকার লোকজন পুলিশে খবর দেয়। রাতে মংলা বন্দর এলাকা থেকে এ দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুুক্তি আইনে একটি মামলা করা হয়। শুক্রবার দুপুরে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা