সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নওজেশ আলী মোল্লা (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে.....রাজেউন। শুক্রবার ভোর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি নওজেশ আলী মোল্লার মৃত্যুতে শোক জ্ঞাপন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া জানান, বিকেল ৩টার দিকে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে নিহতের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
নওজেশ আলী মোল্লা মৃত্যুকালে চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা